![]() |
লাজুক বর |
বিয়ে হয়েছে ৪মাস হল।বর আমার ভারি লাজুক.....মুখ টিপে টিপে কথা বের করা যায়না।লাজুক লাজুক চোখে তাকায়।চেহারা মাশাল্লাহ ভালই।বেতন ও পায় ভালই।আমার যত্ন করে।ভীষণ ভালো ও বাসে।কাজে হেল্প করে।শুধু সমস্যা একটাই সে খুব লাজুক।আদর ও করে।কিন্তু আজ ৪মাস পার হয়ে যাচ্ছে তার লজ্জা কাটছেনা।আমি সকাল সকাল ওকে টাই পরিয়ে দিতে গেলে লজ্জা লজ্জা মুখ করে বলে "ইভা আমি পারব।"জোর করলে অবশ্য পরিয়ে নেই।সমস্যা এখানে যে সে এতই লাজুক যে আমার বন্ধু বান্ধবীদের সাথে সে ঠিকঠাক কথা বলতে পারেনা লজ্জায়।আমার বন্ধুরা আমাকে এই নিয়ে সেই জ্বালায়।আমাকে ডাকে লজ্জাবতীর বউ বলে.....অনেক বান্ধবী তো আবার প্রশ্ন করেই বসে 'এই সব ঠিকঠাক আছেতো????'রাগ লাগে ভীষন।সে মানুষ খুব ভালো।কিন্তু ছেলে মানুষের এতো লজ্জা কেন হবে ভাই??আমি একদিন ভাবলাম তার সাথে এই নিয়ে কথা বলব.....
একদিন রাতে ও আর আমি সিনেমা দেখছিলাম।খুব রোমান্টিক সিনেমা।আমরা খুব কাছাকাছি বসে আছি।আমি বুঝতে পারছি ও আমার পিঠের পিছন দিয়ে আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছে।কিন্তু ঐ যে লজ্জা....ধরতে পারছেনা।আমি ওর হাত টেনে পেছন দিয়ে সামনে নিয়ে আসলাম তারপর ও একটু সহজ হয়ে আমাকে জড়িয়ে ধরল।আমি টিভি বন্ধ করে ওকে খুব কাছে টেনে বললাম,"প্রিয়তম দেখ তোমার এতো লজ্জা করা কি ঠিক?তুমি লাজুক তোমাকে আমি অনেক পছন্দ করি।তুমি খুব ভাল।কিন্তু এত লজ্জা পাও কেন তুমি???"ও ইতস্তত করতে করতে আমাকে বলল,"আমি আসলে জানিনা আমি এত লজ্জা পাই কেন।"সে বলতে থাকে "আসলে আমি সত্যিই খুব বেশি লাজুক।"একটু মন খারাপ করে মাথা নিচু করে বলে "এ জন্য আমাকে কেউ পছন্দ করেনা।"নাও ঠেলা!আমার লজ্জাবতি লজ্জাতেই শেষ।খুব বিরক্ত হইচি কিন্তু বুঝতে না দিয়ে ওকে কাছে টেনে বললাম "না না প্রিয় এরকম টা না।তুমি খুব কিউট খুব ভাল।তোমাকে সবাই পছন্দ করে।তবে...."সে মনটা আরো খারাপ করে বলে "তবে কি??"আমি নড়েচড়ে বসে আস্তে আস্তে বললাম "তবে বেশি লাজুক হলে তো সমস্যা তাইনা বল?তুমি এখন থেকে চেষ্টা করবা কম লজ্জা পাওয়ার।মানে লজ্জা পেলেও লজ্জা পাচ্ছো কাউকে বুঝতে দেবেনা কেমন??"সে একটু খুশি হয়ে বলে,"আচ্ছা"ইশশশ....কি নিষ্পাপ চেহারা আমার বরটার।ইশশ কি ভাল....ভাবতে ভাবতে ওকে কাছে টেনে নিলাম আর কপালে একটা চুমু দিলাম।কিন্তু ওকে তবুও কেমন চিন্তিত মনে হল...
ওকে লজ্জা ছাড়তে বলার পর যে বাসায় তুফান আসবে এটা যদি আমি বুঝতাম তাইলে হয়ত ওকে আমি জীবনেও লজ্জা ছাড়ার কথা বলতাম না.....
২,৩দিনেই সবকিছু উল্টা পাল্টা করে দিয়েছে আমার লাজুক বরটা....যদিও ইচ্ছা করছিল ওর ঘাড়টা মটকে দি তবুও বরতো....
আমাকে মা ফোন দিয়ে বলল জামাইকে নিয়ে ঘুরতে যেতে।আমিও গেলাম ওকে নিয়ে।ও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে দেখে খুব ভাল লাগলো। আমরা খাওয়াদাওয়া করলাম।সবাই বসে আছি।হঠাত দেখছি ও লজ্জা সংবরণ করার চেষ্টা করছে।আমি ইশারায় বললাম কি হয়েছে?ও ইশারা করল ও ঠিক আছে বলে.হঠাৎই আমার মার দিকে তাকিয়ে বলে কি "আম্মা আপনার কি মনেহয়না আপনি একটু বেশিই মোটা??ইভা তুমিতো খুব স্বাস্থ্য সচেতন আম্মাকে একটা ডায়েট প্লান দিতে পারোনা??।"আমি আব্বু আমার বোনেরা সব হা করে নতুন জামাইটার দিকে তাকিয়ে আছি সে আসলে কি বলছে.....আমরা অবশ্য কিছু বলিনি।মা লজ্জা পেয়ে গেছে।আমাকে চোখ বড় করে তাকাতে দেখে আমার গুণধর বর ইশারায় জিজ্ঞেস করলো সে কিছু ভুল বলেনিতো??আমি মুখে জোর করে হাসি টেনে ইশারা করলাম যে না না ঠিক আছে।সেদিন গেল...২,৩দিন পর ওর সাথে সপিং করতে গেছি।রাস্তায় আমার ২টা বান্ধবির সাথে দেখা।একজনের নাক একটু বোঁচা।দেখতে কেমন ছেলে মান্নুষের মত।আমার বরটা দেখলাম ওর দিকে তাকিয়ে আছে।ভয় হল কিছু না বলে।প্রায় সাথে সাথেই সে বলিষ্ঠ কন্ঠে বলে উঠলো,??হা হা হা....আপনাকে দেখতে হাস্যকর লাগছে।মাইন্ড কইরেন না আবার।কন্ট্রোল করতে পারিনি।সরি।"বলেই কি হাসি।আমি স্তম্ভিত.....আমার বান্ধবি ২টাও।আমি ভয় পাচ্ছিলাম যে বোঁচা বান্ধবিটা আমার বরটার গালে একটা থাপ্পড় না বসিয়ে দেয়.....সস্তি পেলাম যখন দেখলাম আমার বান্ধবি কথাটা কাটিয়ে দিলো....ইচ্ছা করছিল ধরে বরটাকে থাপড়ে দিতে।কিন্তু খুব কষ্টে ইচ্ছাটা দমালাম.....হাজার হোক আমিই বলছি লজ্জা কমাতে...কি আর করার??ভাবলাম হয়তো আসতে আস্তে ঠিক হয়ে যাবে... কিন্তু কিসের কি.....সেদিন অফিসের বসের সাথে নাকি ঝামেলা হইছে।সে লজ্জা বিসর্জন দিয়ে বস কে বলেছে "স্যার আপনার মাথার টাক তো টাক নয় যেন মরুভূমি,হা হা হা....!!!"এতেই শেষ নয় মিটিং এর মধ্যে পুরো হলঘর কাপিয়ে আমার বর বলেছে "বস ম্যাম মানে আপনার ওয়াইফ নাকি এখন ও আপনাকে দিয়ে পা টিপিয়ে নেয়?"হলঘরের সব স্টাফরা মুখ টিপে হাসছিলো নাকি।সে নাকি এতেও খান্ত হয়নি।প্রসঙ্গ ক্রমে সে নাকি চেঁচিয়ে বলেছে,"বস আনিস বলল বাসায় নাকি এখনো আপনাকে ম্যামের শাড়ি ব্লাউজ ইস্ত্রি করে দিতে হয়??"বসের ঘরের কথা চেঁচিয়ে বলাটা আসলে কোন শ্রেনীর অপরাধ সে এখন ও বুঝতে পারছেনা.....এদিকে ওর আর আনিসের দুইজনের চাকরি নিয়েই টানাটানি পড়ে গেছে.....সবকিছুর পর ও সে বিড়বিড় করে বলছে,"আমি কি এমন করলাম???কিছুইতো করিনি...তুমিই বল আমি কি করেছি?এগুলো টো আনিসই আমাকে বলেছে??"আমি বুঝে গেছি তাকে বুঝিয়ে আর লাভ নাই।তাকে কাছে টেনে আদর করে বললাম,"না বাবু তুমি কিছুই করনি।গাধা বস আজাইড়া এমন করছে।শোন তোমার চাকরিটা না আর থাকবে বলে মনে হয়না।অন্য কোথাও চেষ্টা কর....."আরেকটু কাছে টেনে বললাম, "আর শোনো তুমি লাজুকই অনেক কিউট।লাজুক হয়েই অনেক ভালো।তোমাকে লজ্জা ছাড়তে হবেনা..."সে আস্তে আস্তে বলল "কেন বউ আমি তো পারছি লজ্জা না করতে তাইনা??"আমি বললাম তাও থাক.....সে খুশি হয়ে গেলো....সুখে আর লজ্জায় আমাদের সংসার এগিয়ে চলল।সে তার অতল ভালবাসায় আমাকে ডুবিয়ে রাখলো।
পুনশ্চঃএকদিন আমার বর ঘরে ছিলনা।আমি ওর ডায়েরি চুপ করে পড়তে পড়তে একজায়গায় দেখলাম....
১২/০৮/২০১৮
১১.৩০(রাত)
পাশে আমার বউটা ঘুমাচ্ছে।মেয়েটা খুব ভাল।এত ভালবাসে আমাকে!!
রিসেন্ট একটু সমস্যায় ছিলাম আমি।। আমার লজ্জা নিয়ে ওর কিছু সমস্যা ছিলো।অবশ্য তা সলভড হয়ে গেছে।মেয়েটা যথেষ্ট বোকা।কিন্তু খুব ভাল আমাকে খুব ভালবাসে।আমার বস আর আনিসের হেল্প না পেলে আজও হয়ত সমস্যা থেকেই যেত।একটু কষ্ট করতে হয়েছে।তবে পেরেছি...কিন্তু আমি সিউর হয়েছি যে আমি অভিনয়ে প্রচন্ড কাচা....যাইহোক আমার বোকা বউটা টের পায়নি কিছুই।খুব ভালভাবে সব শেষ হয়েছে।ঝামেলাও চুকেছে...ভালবাস
ি আমার বউকে ভাল বাসি আমার লাজুকতাকে....."
পড়েতো আমি কাঁত হয়ে গেলাম....দিনদুপুরে চ্যাংড়া আমাকে পুকুরের ঘোলা জল খাওয়ালো আর আমি কিছুই বুঝলাম না???কিন্তু ঐ দিন একটা ভুল ধারনা আমার কেটে গেছে....বরটাকে বোকা ভাবতাম কিন্তু শালা বড় চিজ....ভুলেও ওর সাথে লাগতে যাবনা বলে প্রতিজ্ঞা করলাম।আর আগের সেই কথা মনেহয়ে প্রচন্ড হাসলাম ও....হাইরে কি ভাবলাম আর কি বেরোলো......হাঃ হাঃ হাঃ.....
Wahida Anjum Rista